ভারত-ইংল্যান্ড T20 সিরিজের ভারতীয় দল ঘোষণা দল BCCI-র
করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট গ্রাউন্ড। বাইশ গজে নামতে পারেনি টিম কোহলি। যদিও ঘরের মাটিতে না হলেও গত আইপিএল আরব আমিরশাহীতে দর্শক হীন মাঠেই খেলতে হয়েছে ক্রিকেটারদের। তবে দীর্ঘ অপেক্ষার পর দেশের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আপাতত ভারত সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। চলছে টেস্ট সিরিজ। এরপর আয়োজিত হবে পাঁচটি টি-২০ এবং তিনটি ওয়ানডে।
শনিবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। সবমিলিয়ে মোট ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। রয়েছেন ঈশান কিষাণ ও রাহুল তেওয়াটিয়া। তবে বাদ পড়েছে কুলদীপ-বুমরাহ।
এক নজরেভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ইশান কিষান, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, টি নটরাজন, শার্দুল ঠাকুর।
Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Suryakumar Yadav, Hardik, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, Varun Chakravarthy, Axar Patel, W Sundar, R Tewatia, T Natarajan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Navdeep, Shardul Thakur. https://t.co/KkunRWtwE6
— BCCI (@BCCI) February 20, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊