ফের অবস্থান বিক্ষোভে বসতে চলেছে সিভিল ডিফেন্স কর্মীরা



ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ফের মঙ্গলবার জেলাশাসক ওফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে চলেছে সিভিল ডিফেন্স কর্মীরা। সোমবার, ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই ঘোষণা করেন, রাজ্য সিভিল ডিফেন্স কর্মীর নেতৃত্ববৃন্দরা। 


মাসে 30 দিনের কাজের দাবিতে এবং 60 বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে রাজ্য সিভিল ডিফেন্স কর্মীরা। তাদের দাবি, করোনা আম্ফান, ঝড়, ডুবুরি, ভূমিকম্প, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সিভিল ডিফেন্স কর্মীদের ডাক পড়ে এবং তারা সাহসের সঙ্গে কাজ করে যান। অথচ দীর্ঘদিন থেকে তারা বঞ্চনার শিকার বলে অভিযোগ।  


গত ২৭ শে জানুয়ারি সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়। কিন্তু সেই নবান্ন অভিযানে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুডে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিভিল ডিফেন্সের কর্মীরা।