Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘লোকসভা ভোটে উত্তরবঙ্গে গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো!’ : তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায়




‘লোকসভা ভোটে উত্তরবঙ্গে গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো!’ : তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায় 




গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি সিটও জেতেনি তৃণমূল। আটটি সিটের মধ‍্যে একটি কংগ্রেস ও সাতটিতেই বিজেপি জয়লাভ করেছে। তবে এবার আর যেন হারের মুখ দেখতে না হয় তাই মানুষকে পুষিয়ে দেওয়ার আবেদন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়ের। শিলিগুড়ির সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লোকসভা ভোটে উত্তরবঙ্গে গোহারা হেরেছি, তাতে আমার দুঃখ নেই, আমি কাজ করেছি, এবার পুষিয়ে দেবেন তো!’ উত্তরবঙ্গের মানুষের জন‍্য অনেক কাজ করেছেন বলেও দাবি করেন মুখ‍্যমন্ত্রী। 



এদিনের মঞ্চ থেকেই উত্তরবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। তিনি জানান, ‘৩ লক্ষ চা শ্রমিকদের পাকা বাড়ি দেওয়া হবে। আমরা শুধু ঘোষণা করেই বসে থাকি না, কাজ করি।’ মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘মালদার হরিশ্চন্দ্রপুরে ৮০ কোটি টাকা ব্যয়ে সাব স্টেশনের উদ্বোধন হল। বালুরঘাট, হিল ইউনিভার্সিটি, কার্শিয়ঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হচ্ছে। পাহাড়ে এডুকেশনাল হাব হচ্ছে।‘




পাশাপাশি শিলিগুড়ির এই মঞ্চ থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জয়ী সেতু, দেবী কান্তেশ্বরী সেতুর উদ্বোধন করেন তিনি। এই মঞ্চ থেকেই কেন্দ্র সরকারকেও তুলোধনা করতে ছাড়েননি তিনি। আজকে পেশ হওয়া বাজেট নিয়েও কড়া সমালোচনা করেন মুখ‍্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code