Budget 2021: ভোটমুখী রাজ্যগুলিতে কোটি কোটি টাকা বরাদ্দ বাজেটে!
গতকাল কেন্দ্রের বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশ করতে গিয়ে ভোটমুখী রাজ্য গুলির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভোটের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ-সহ তামিলনাড়ু, কেরল ও অসমে পরিকাঠামোয় বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। তালিকা শুরু হল তামিলনাড়ু ও কেরল দিয়ে। উল্লেখ্য, দু'টি রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য।
তামিলনাড়ুতে জয়ললিতাকে ছাড়া নির্বাচনে নামতে চলা এআইএডিএমকে এর সঙ্গে গাটছড়া বেঁঁধেছে বিজেপি। ওই রাজ্যের জন্যে ১.০৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, কেরলে সড়ক নির্মাণের জন্যে ৬৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৬ সালে সে রাজ্যে প্রথম আসন জিতেছিল বিজেপি।
এদিকে সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেদিকেই নজর এখন বিজেপির। পশ্চিমবঙ্গে ৬৯৫ কিলোমিটার সড়ক তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৫,০০০ কোটি টাকা। এর পাশাপাশি বিশেষ সামাজিক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ১০০০ কোটি। পাশাপাশি, অসমে তিন বছরের সড়ক নির্মাণ প্রকল্পে ৩৪,০০০ কোটি। ২০১৬ সালে প্রথম ওই রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি।
কেন্দ্রের এমন ঘোষণায় প্রত্যাশিতভাবে খুশি নয় বিরোধীরা। শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর কথায়,'গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রগুলিতে খরচ ছেঁটে ভোটমুখী রাজ্যগুলিতে বরাদ্দ করেছে কেন্দ্র।' অন্যদিকে, পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে বিঁধেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊