এগোলো আরও একধাপ, ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু 



সামনেই বিধানসভা নির্বাচন। তার নির্ঘন্ট বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও এখোনো নির্বাচনের দিনক্ষন জানানো হয়নি কিন্তু মনে করা হচ্ছে এপ্রিল থেকেই শুরু হতে পারে ভোট। দিনক্ষন ঘোষনা না হলেও ভোটে যোগ দেওয়া কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আজ সেই চিত্র ধরা পড়লো কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা মহাবিদ‍্যালয়ে। 


উল্লেখ‍্য, ভোটকর্মীদের সকলকে করোনা ভ‍্যাকসিন দেওয়া হবে বলে ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ‍্যে রাজ‍্যগুলিকে চিঠি দিয়ে এবিষয়ে জানানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে ভোটের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে কমিশন। ইতিমধ‍্যে সমস্ত কলেজ গুলোকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের দিনক্ষন ঘোষনা হলেই অধিগ্রহণ করা হবে। 







ভোটের দামামা বাজতে চলেছে রাজ‍্যে। খুব শীঘ্রই ঘোষনা হবে দিনক্ষন। রাজ‍্য রাজনীতি চূড়ান্ত ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভোটকর্মীদের প্রশিক্ষন প্রক্রিয়া শুরু হতেই সেই গতিতে যেন আর বেগ দিচ্ছে।