ভোটকর্মীদের টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ নবান্নের
সামনেই বিধানসভা ভোট। করোনা পরবর্তী প্রথম ভোটে ভোটকর্মীদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই মতোই রাজ্য সরকারকে জানানো হয়েছে। এবার নবান্নের তরফে শুক্রবার সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে রাজ্যের মুখ্যসচিব বৈঠক করেন। আর তারপরেই ৬ই মার্চের মধ্যে সমস্ত ভোট কর্মীদের টিকা দেওয়া শেষ করার নির্দেশ দেন তিনি।
এর পাশাপাশি এদিনের বৈঠকে আরও জানানো হয়, ২৫শে ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ এবং ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও নির্বাচনের কাজে যোগ দেওয়া গাড়ির চালকদের ও খালাসিদের টিকাকরণ করা হবে না কি সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারি আধা সরকারি শিক্ষক ও শিক্ষক কর্মচারী সকলকেই অগ্রাধিকারের ভিত্তিতে নাম নথিভুক্ত করা হবে। সব মিলিয়ে সংখ্যা নয় থেকে সাড়ে নয় লক্ষ হবে। রাজ্য সরকার সমস্ত সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের কাজ হাতে নিয়েছে। জেলা শাসকদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের নাম নথিভুক্ত করতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊