'আমার মত দক্ষ অভিনেত্রী পৃথিবীতে নেই',নিজের দক্ষতা জাহির করে ভাইরাল কঙ্গনা!





বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কখনও নিজেকে ঘিরে মন্তব্য ;কখনও আবার নেট দুনিয়ায় পরিস্থিতি নিয়ে বিতর্কের ঝড় মাঝে মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন। এবারও তার ব্যতিক্রমণ হল না।




অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের ট্যালেন্ট নিয়ে মুখ খুলতেই আবারও নেট দুনিয়ায় ট্রোল হয়েছেন। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছিল কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ধক্করের ঝড়। কীভাবে সেটে তিনি পরিশ্রম করছেন, তার এক ঝলক তুলে ধরেছিলেন কঙ্গনা। 



এরপর কয়েকঘণ্টা কাটতে না কাটতেই মুখ খুললেন তিনি। জানালেন, যে ভাবে নিজেকে গড়ে নিয়েছেন তিনি, যেভাবে নিজের দক্ষতা ফুঁটিয়ে তুলেছেন তিনি, গোটা পৃথিবীর অভিনেত্রীদের সেই দক্ষতা আছে কি না সন্দেহ। তিনি হলেন র-ট্যালেন্ট। 




এখানেই শেষ নয়, এরপর তিনি আরও বলেন, তিনি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সকলকে, যেভাবে তিনি দক্ষতার পরিসর বাড়িয়েছি, যে দক্ষতা দেখিয়েছি, তা যদি এই পৃথিবীর কোনও অভিনেত্রী দেখাতে পারে, তবে তিনি তাঁর অ্যারগেন্স ঝেড়ে ফেলবেন।