শহরের প্রাণ কেন্দ্রের ড্রেনে মৃতদেহ উদ্ধার ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য 



হরের প্রাণ কেন্দ্রের ড্রেনে মৃতদেহ উদ্ধার ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ালো জলপাইগুড়িতে। এদিন সকালে কমার্স কলেজে উলটো দিকে একটি ড্রেন থেকে এই মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায়। আনুমিক মৃত ব‍্যক্তির বয়স ৪৫ বছর। 


সকালে ড্রেনে উলটো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে সকাল সকাল চাঞ্চল‍্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন‍্য পাঠানো হয়। 
 


এই ঘটনায় পুরো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঐ এলাকার।সাধারণ মানুষের অনুমান হয়তো কেউ খুন ফেলে চলে গিয়েছে। পরে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ সাই ইকবাল। বাড়ি মুশিদাবাদ।জলপাইগুড়ি তে একটি বেনফেট দপ্তরে চাকরী করতেন।পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কোতয়ালী থানার পুলিশ।

বাজারের ড্রেন থেকে উদ্ধার মৃতদেহ

Posted by Sangbad Ekalavya on Wednesday, February 10, 2021