কাঞ্চন উৎসবের সূচনা করবেন সুজিত বসু
প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ১৩ তম কাঞ্চন উৎসবের শুভ সূচনা হতে চলেছে ৬ই ফেব্রুয়ারি শনিবার চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করবেন দমকল মন্ত্রী সুজিত বসু, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রভিনেতা তুষার কাপুর, অভিনেত্রী মহিমা চৌধুরী, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কুশল পাল সহ অন্যান্যরা।
এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন উৎসব কমিটির সভাপতি খোকন দাস।৩০ লক্ষ টাকা বাজেটের এবছরের উৎসবে থাকবে একশোটি সরকারী স্টল। প্রতিদিনের উৎসবে বেলা ৩ থেকে থাকবে ৩-১৬ বছর এবং তার উর্ধে শিশু ও যুবক যুবতীদের জন্য বসে আঁকা,নৃত্য,আবৃত্তি কুইজ, প্রবনন্দ,সহ নানা ধরনের প্রতিযোগিতা।
এছাড়া প্রতিদিনের সন্ধ্যায় থাকছে মুম্বইয়ের সংগীত শিল্পীরা। ৭ তারিখ সন্ধ্যায় থাকছে অনুপম রায়, ৮ তারিখ ডালের মেহেন্দী, ৯ তারিখ উদিত নারায়ণ,১০ তারিখ মোনালী ঠাকুর,১১ তারিখ খেসারী লাল, ১২ তারিখে মোহিত চৌহান, ১৩ তারিখ সুখবিন্দর সিং, ১৪ তারিখ আতসবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊