Latest News

6/recent/ticker-posts

Ad Code

TMC-তে যোগ দিলেন পর্দার 'বাহা' 'ঝিলিক' ও 'লোকনাথ বাবা'




TMC-তে যোগ দিলেন পর্দার 'বাহা' 'ঝিলিক' ও 'লোকনাথ বাবা'



একদিকে অনেকেই তৃণমূল ছেড়ে পথ ধরেছেন বিজেপিতে অন্যদিকে অনেকে যোগ দিচ্ছেন অনেকেই তৃণমূলে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল বদলের পালা অব্যাহত। একে একে টলি পাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি তারকা রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী। তৃণমূল সাংসদ দোলা সেনের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন তাঁরা।


অভিনেতা তথা যুব তৃণমূলের সভাপতি সোহম চক্রবর্তীর উপস্থিতিতে শনিবার তৃণমূল ভবনে রণিতা, দিশা, শ্রীতমা, সৌপ্তিকদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ দোলা সেন। তাঁর কথায়, টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে যেমন মন জয় করেছেন দর্শকদের তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেও বাংলার মানুষের মন জয় করবেন বলেই আশাবাদী দোলা সেন।


এদিন তৃণমূল পরিবারে তাঁদের সামিল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। শুক্রবারই তৃণমূলে যোগ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, টেলি অভিনেত্রী লাভলি মৈত্র, সঙ্গীতশিল্পী শাওনা খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code