Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ‍্যমিক যোগ‍্যতায় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখুনি আবেদন করুন

 


মাধ‍্যমিক যোগ‍্যতায় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখুনি আবেদন করুন



Central Rail -এ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। ইচ্ছুক প্রার্থীরা রেল এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। একাধিক পদে সব মিলিয়ে ২৫০০-এর বেশি শূন‍্যপদে এই নিয়োগ হবে বলে জানা গেছে। rrccr.com -এ ৬ই ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ‍্যে আবেদন করা যাবে। 



ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক ও ITI-এর ডিগ্রি থাকা আবশ্যক। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা আবশ‍্যক। ওই দুই ক্ষেত্রে নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে।




বয়স: ১৫-২৪ বছরের মধ্যে।

আবেদন ফি: ১০০ টাকা। SC/ST/PWD/Women প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। 


শূন‍্যপদ: 

মুম্বই(Mumboi)

Carriage & Wagon (Coaching) Wadi Bunder - ২৫৮

Mumbai Kalyan Diesel Shed - ৫৩

Kurla Diesel Shed - ৬০

Sr.DEE (TRS) Kalyan - ১৭৯

Sr.DEE (TRS) Kurla - ১৯২

Parel Workshop - ৪১৮

Matunga Workshop - ৫৪৭

S&T Workshop, Byculla - ৬০




ভুসাওয়াল

Carriage & Wagon Depot - ১২২

Electric Loco Shed, Bhusawal - ৮০

Electric Locomotive Workshop - ১১৮

Manmad Workshop - ৫১

TMW Nasik Road - ৪৯




পুনে

Carriage & Wagon Depot - ৩১

Diesel Loco Shed - ১২১




নাগপুর

Electric Loco Shed - ৪৮

Ajni Carriage & Wagon Depot - ৬৬




সোলাপুর

Carriage & Wagon Depot - ৫৮

Kurduwadi Workshop - ২১

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন: DOWNLOAD

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code