মার্চে টানা ৪দিন বন্ধ ব‍্যাঙ্ক 



মার্চ মাসে টানা চারদিন বন্ধ থাকছে ব‍্যাঙ্ক। আগামী ১৫ ও ১৬ই মার্চ টানা দুইদিন ব‍্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় নীতি এবং ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট। 



১৫ ও ১৬ই মার্চ একদিকে ব‍্যাঙ্ক ধর্মঘট অন‍্যদিকে ১৩ই মার্চ ও ১৪ই মার্চও বন্ধ থাকছে ব‍্যাঙ্ক। কারণ, ১৩ই মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৪ই মার্চ রবিবার দুইদিনেই ব‍্যাঙ্ক বন্ধ। ১৫ই মার্চ সোমবার ও ১৬ই মার্চ মঙ্গলবার, এই দুইদিন থাকছে ধর্মঘট। এর জেরে টানা চারদিন বন্ধ থাকছে ব‍্যাঙ্ক। এর ফলে সমস‍্যায় পড়তে পারে গ্রাহকরা। 



অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “যে ভাবে ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরদার করতে হবে।”