Latest News

6/recent/ticker-posts

Ad Code

একমাসে চারবার একাধিক দোকানে চুরি, অবশেষে কিনারা করলো পুলিশ


একমাসে চারবার একাধিক দোকানে চুরি, অবশেষে 
কিনারা করলো পুলিশ 



এক মাসে চারবার একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।মঙ্গলবার জলপাইগুড়ি পানডা পাড়ার ঘটনা।এই দিন এই এলাকার এক দোকানদার বাপ্পা ঘোষ নিজের দোকান খুলতে গিয়ে দেখে তার দোকানের যাবতীয় জিনিস ওলটপালট হয়ে আছে।ছড়িয়ে আছে দোকানের সব জিনিস। গুরুত্বপূর্ণ জিনিস উধাও।ক‍্যাশ বাক্স থেকে টাকা নেই।



পাশাপাশি অন্যান্য দোকানদাররা দেখেন তাদের ও জিনিস ও টাকা খোয়া গেছে।তালা ভেঙে ও দোকানের দরজা টিন কেটে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি দোকান দারদের।একটি মোবাইল এর দোকান, দুটি মুদিখানার দোকান ও একটি গালা মালের দোকানে জিনিস ও টাকা চুরি গেছে এই দিন।এই এলাকায় মোট চারটি দোকানে চুরির ঘটনা ঘটছে।দোকান দারদের বক্তব্যে নেশার জন্য কিছু যুবক এই কাজ করছে।তাই পুলিশ কে আরও সজাগ থাকতে হবে।



এই চুরির ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ জানিয়েছেন পানডা পাড়ার দোকান মালিকরা। পুলিশ সূত্রে খবর পানডা পাড়া চুরির কিনারা করল।একজন কে আটক ও চুরির বিভিন্ন সামগ্রী ফেরত পেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code