বাজেট ঘোষনায় কোন কোন জিনিসের দাম বাড়ল ও সস্তা হল, জানুন


সোমবার ২০২১ আর্থিক বছরের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটে এবার বড় চমক দেখা দিয়েছে ভোটমুখী রাজ‍্য গুলিতে। রাজ্যের সড়ক উন্নয়নে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 



করোনা টিকার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা, উজ্জ্বলা যোজনা দেওয়া হচ্ছে আরও ১ কোটি ঘরে রান্নার গ্যাসের সংযোগ, স্বাস্থ্য পরিষেবা ১৩৭ শতাংশ বরাদ্দ বাড়ান হয়েছে, বিমায় বাড়ানো হয়েছে বিদেশি বিনিয়োগ। পাশাপাশি, দেশের ৭৫ বছরের বেশি বয়সের মানুষদের আর কর দিতে হবে না।


তবে আমজনতার কথা মাথায় রেখে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো জেনে নিন- 

দাম বাড়ল:

মোবাইল ফোন, 

চার্জার, 

পাওয়ার ব্যাঙ্ক

বিদেশিসিল্ক(বসছে ১০ শতাংশ শুল্ক)

সোলার ইনভার্টার(শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২০ শতাংশ) 

সোলার আলো(শুল্ক ৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৫ শতাংশ)

চামড়াজাত পণ্য, 

গহনায় ব্যবহৃত পাথর, 

টানেল খোঁড়ার যন্ত্র, 

কাবুলি চানা, 

ইউরিয়া, 

অটোর যন্ত্রাংশ

তুলোর ওপরে বসছে শুল্ক। ফলে বাড়তে পারে দাম।


পেট্রোল, ডিজেলে বসছে কৃষি সেস। পেট্রোলের উপরে লিটারপিছু ২.৫ টাকা ও ডিজেলে লিটারপিছু ৪ টাকা সেস বসছে। ফলে দাম বাড়ার সম্ভাবনা থাকলেও তা বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন সীতারামন। 

সস্তা হল:

লোহা, 

ইস্পাত, 

নাইলনের কাপড়, 

তামার জিনিস, 

বিমা, 

জুতো, 

কৃষি যন্ত্রপাতি

বদল হচ্ছে শুল্ক কাঠামো। ফলে দাম কমতে পারে সোনা, রুপোর।