মাদক-সহ গ্রেফতার হলেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে
সামনেই ভোট। তার আগে রাজ্য রাজনীতি সরগরম। আর এই পরিস্থিতিতে মাদক সহ গ্রেফতার বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে। শুক্রবার এনআর অ্যাভিনিউতে নিউ আলিপুর থানার পুলিশের জালে ধরা পড়েন তাঁরা।
মাদক-সহ গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে
জানা যাচ্ছে, পামেলা গোস্বামী, রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক। পাশাপাশি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষক। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্রাপ্ত করেছে তাঁরা। পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পামেলা ও প্রবীর মোটরবাইকে করে নিউ আলিপুরে এসে কয়েকজন তাঁদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন বলে খবর ছিল। ফলে নিউ আলিপুরের এনআপ অ্যাভিনিউতে ওঁত পেতে ছিল পুলিশ। নিউ আলিপুর থানার ওসি-সহ আটটি গাড়ি ছিল। একটি কফি শপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুব নেত্রী পামেলা আসতেই তাঁদের ধরে ফেলে পুলিশ।
পুলিশের আরও দাবি তাঁর ব্যাগ থেকে ও গাড়ির সিটের তলা থেকে মাদকের পাউচ মেলে।পুলিশ সূত্রে খবর, পামেলা ও প্রবীরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। একসঙ্গে রাজনীতির পাশাপাশি নিউটাউনে একটি বিউটি পার্লার চালাতেন তাঁরা। কোথা থেকে মাদক আসত, আর কাদের পাচার করা হত, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। পাল্টা সমালোচনায় সরব তৃণমূল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊