Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি প্রত্যাখ্যান করলেন তুফানগঞ্জের প্রাক্তন কে এলও যুগলকিশোর দাস



মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি প্রত্যাখ্যান করলেন তুফানগঞ্জের প্রাক্তন কে এলও যুগলকিশোর দাস



মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি প্রত্যাখ্যান করলেন তুফানগঞ্জ 1 নং ব্লকের এলাকার বাসিন্দা তথা প্রাক্তন কে এলও যুগলকিশোর দাস। এদিন তিনি এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এ খবর জানিয়েছেন তিনি। 



তিনি বলেন কেএল ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ নেওয়ার পর বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন এবং তারপর ধীরে ধীরে তিনি মূল স্রোতে ফিরে আসেন। এবং এরপর মুখ্যমন্ত্রীর দেওয়া স্পেশাল হোম গার্ডের চাকরি তিনি এ দিন ফিরিয়ে দেন বলে তিনি জানান। 


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় রাজ‍্যে প্রাক্তন কেএলও দের চাকরি দেওয়া কথা ঘোষনা করেন। সেই মতোই যুগলকিশোর দাসকেও চাকরি দেওয়া হলে তিনি তা প্রত‍্যাখান করলেন। কি বলছেন তিনি জানুন- 

Posted by Sangbad Ekalavya on Wednesday, February 10, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code