Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল খোলার আগে পড়ুয়া ও অভিভাবকদের জন‍্য জারি হল বিশেষ নির্দেশিকা



স্কুল খোলার আগে পড়ুয়া ও অভিভাবকদের জন‍্য জারি হল বিশেষ নির্দেশিকা




করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকার পর অবশেষে ১২ই ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। এরজন‍্য একাধিক বিধি নির্দেশিকা জারি করেছে সরকার। এবার পড়ুয়া ও অভিভাবকদের জন্য প্রকাশিত এক নির্দেশিকায় সরকারের তরফে একগুচ্ছ বিধি নিয়ম জানানো হয়েছে। স্পষ্ট করে জানানো হয়েছে, কোনও অলঙ্কার পরে স্কুলে আসতে পারবে না পড়ুয়ারা। শরীরে থাকা চলবে না কোনও মাদুলি-তাবিজ-কবচ। 




স্কুলগুলিকে শিক্ষা দফতর যে নির্দেশিকা পাঠিয়েছে তাতে করোনা প্রতিরোধের জন্য একাধিক পদক্ষেপ করতে বলা হয়েছে। স্কুল স‍্যানিটাইজ থেকে শুরু করে মাস্ক পরিধান সহ একাধিক বিধি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, তাবিজ বা মাদুলি নিয়ে সরকারি নির্দেশিকা কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে সন্দেহে শিক্ষদের একাংশ। যেহেতু তাবিজ বা মাধুলির সাথে অনেকের ধর্মীয় আস্থা যুক্ত থাকে। তাই কিছুটা দ্বিধায় পড়বে শিক্ষার্থী ও শিক্ষকরা। 




শুধু তাই নয়, এছাড়াও একে অপরের বই খাতাপত্র নিয়ে নাড়াচাড়া বা দেওয়া নেওয়া না করে সে বিষয়েও নজর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি খাবার খাওয়ার ব‍্যাপারেও নির্দেশিকা জারি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code