আ মরি বাংলা ভাষা


আ মরি বাংলা ভাষা



শুভাশিস দাশ


"মোদের গরব মোদের আশা, আ মরি  বাংলা ভাষা" আর এই বাংলা ভাষা কে রক্ষা করতে গিয়ে আন্দোলন হয়েছিল পূর্ববঙ্গে । 


উলেখ্য দ্বি জাতি তত্বের ভিত্তিতে ভারত বর্ষ ভাগ হয়ে হলো পাকিস্তান আর ভারত ।পাকিস্তান ভূখণ্ড হলো দুটি একটি পূর্ব পাকিস্তান অন্যটি পশ্চিম পাকিস্তান ।পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ ছিলেন বাঙালি অর্থাত বাংলা ভাষায় কথা বলা মানুষ ।


সে দেশের পশ্চিমা শাসক গোষ্ঠী তাঁদের উর্দু ভাষাকে রাষ্ট্র ভাষা করার চক্রান্ত করলে বাঙালিরা গর্জে ওঠে ।


উনিশ শ সাতচল্লিশ সালে দেশ ভাগের পর আটচল্লিশ সালে প্রথম এই ভাষা আন্দোলন শুরু হয় ।উনিশশ বাহান্ন সালে এই আন্দোলন চরম রূপ পায় । বাংলা ভাষা কে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার দাবিতে বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তে ঢাকার রাজপথে মিছিল বের হয় । এই মিছিলের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে রফিক সালাম জব্বার বরকত সহ অনেকেই মৃত্যু বরণ করেন ।সেই দিনের পর থেকে একুশে ফেব্রুয়ারী  সেদেশে শহীদ দিবস হিসেবে পালিত হয় ।এই বাহান্ন সালের ভাষা আন্দোলনই পরবর্তী কালে চূড়ান্ত রূপ নিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়।


এরপর উনিশশ নিরানব্বই সালে ইউনোস্ক এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি দেয় ।

আমাদের আদরের এই ভাষা বাংলা । আসুন এই ভাষাকে আমরা হৃদয়ে লালন করি ।


আরও পড়ুনঃ Madhyamik Exam 2023 :  মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক নতুন নিয়ম