Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিন ধর্মীয় ছেলেকে বিয়ে, জীবিত মেয়ের সৎকার করলো পরিবার

ভিন ধর্মীয় ছেলেকে বিয়ে, জীবিত মেয়ের সৎকার করলো পরিবার 

Daughter


জীবিত মেয়ের সৎকার বাবা মায়ের। চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকিতে।

জানাগেছে, ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিধান্ত নেন। পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ যায় করে।

শুক্রবার পুলিশকর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। থানায় পৌঁচায় জানতে পারেন মেয়েটি ভিন্নধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায়। এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ত্যাজ্যকন্যা করার সিদ্ধান্ত নেন। যেমনি ভাবনা তেমনি কাজ।।

শুক্রবার পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করার। এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালেন। এদিনের এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code