রাজ্য জুড়ে ২-৩ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক ডব্লু.বি. এস.ই. ডি. সি. এল এর ঠিকা শ্রমিকদের
SER-23,বাঁকুড়া ৩০জানুয়ারী
পুলিশের অকথ্য অত্যাচারের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডব্লু.বি. এস.ই. ডি. সি. এল এর চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্যমঞ্চের সদস্যরা ।ঠিকা শ্রমিক সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২২ জানুয়ারী, সেদিন তারা বেতনবৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে কলকাতা বিদ্যুত ভবনে বিদ্যুত ভবনে ডেপুটেশন প্রদানের লক্ষ্যে শান্তিপূর্ণ জমায়েত করেন, । এর পর রাত্রিবেলা অন্ধকারে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিধাননগর থানার পুলিশ তাদের লাঠি পেটা করে ।
এরই প্রতিবাদে বাঁকুড়ার মেজিয়ায় পথে নামে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের সদস্যরা। এদিন তারা কাল ব্যাচ পরে পুলিশি অত্যাচারের বিরূদ্ধে ধিক্কার মিছিল করেন । পাশাপাশি তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং পুলিশি অত্যাচারের বিরূদ্ধে আগামী ২এবং ৩ফেব্রুয়ারি কর্ম বিরতি ঘোষণা করেছেন তারা ।
আন্দোলনকারী নীতিশ চক্রবর্ত্তী বলেন, ২২ জানুয়ারী তারা সংগঠনগতভাবে বেতন বৃদ্ধি সহ পেশাগত বেশ কিছু দাবীতে যখন কলকাতার বিদ্যুৎ ভবনের সামনে ডেপুটেশনে অংশ নিয়েছিলাম, ঠিক তখন রাতের অন্ধকারে আমাদের উপর বিধানগর থানার পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। এই ঘটনার প্রতিবাদে ও দাবী আদায়ের লক্ষ্যে রাজ্য জুড়ে ২ ও ৩ ফেব্রুয়ারী তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বলেও তিনি জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊