দেশজুড়ে আজ থেকে ৩দিনের পালস পোলিও টিকাকরণ কর্মসূচি
দেশজুড়ে আজ থেকে চালু হল পোলিও টিকাকরণ কর্মসূচি। ৩১শে জানুয়ারী জাতীয় পোলিও দিবস। সাধারনত রবিবার পোলিও টিকা কর্মসূচি পালন করা হয় বলে পোলিও রবিবার নামে বেশ পরিচিত। ৩ দিন ব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচি চলবে সারা দেশ জুড়ে। এই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবের উপস্থিতিতে চলতি বছরের পালস পোলিও কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৫ বছর বা তার কম বয়সি ১৭ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। দেশজুড়ে ২৪ লক্ষ স্বেচ্ছাসেবি এবং দেড় লক্ষ সুপারভাইজার এই কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় ২ কোটি স্বাস্থ্যকর্মী বাড়ি গিয়ে টিকা দেবেন।
২০১৪ সালে পোলিওমুক্ত ভারত বলে ঘোষণা করা হয় ভারতকে। ১৭ জানুয়ারি এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১৬ই জানুয়ারি থেকে শুরু হয় করোনা টিকা প্রয়োগ কর্মসূচি। তাই রাষ্ট্রপতির দফতরের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে পোলিও টিকাকরণ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊