সাত দফা দাবিতে বিডিও কে স্মারকলিপি প্রদান সিএসপি ও এসসি ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের




ময়নাগুড়িঃ 

 
ওয়েস্ট বেঙ্গল সিএসপি এবং এসসি ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবিতে ময়নাগুড়ির ভিডিও কে স্মারকলিপি প্রদান করা হলো বৃহস্পতিবার । এদিন উপস্থিত ছিলেন সিএসপি এবং এসসি ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের সকল সদস্যা ।



তাদের দাবিগুলো হলোঃ 

( ১ ) সকল সিএসপি এবং এসসি দের স্থায়ীকরণ করতে হবে এবং সরকারি বেতন পরিকাঠামোর মধ্যে আনতে হবে ।

( ২ ) কর্মীদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা করতে হবে।

( ৩ ) সিএসপি এবং এসসি দের বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা মাসে এবং নিজের ব্যাংক একাউন্টে দিতে হবে ।



( ৪ ) সিএসপি এবং এসসি দের প্রতিনিয়ত বিভিন্ন কাজে একদিনে দুই-তিন জায়গায় যেতে হয় এবং প্রতিদিন স্বনির্ভর দলের সদস্যদের সমস্যা সমাধান করতে হয়। এইজন্য যাতায়াত ও ফোনের জন্য সমস্ত কর্মীদের টি এ ও টি দিতে হবে। 

( ৫ ) সিএসপি এবং এসসি দের মাতৃত্বকালীন স্ববেতন ছুটি দিতে হবে।

( ৬ ) কর্মীদের সরকারি পরিচয় পত্র এবং পোষাক দিতে হবে ।

( ৭ ) কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং উৎসাহ ভাতা দিতে হবে ।