ভোটের মুখেই সামনে এল বিজেপির গানের সংকলন! প্রকাশ করলেন হেমা মালিনী ও উস্তাদ রাশিদ খান





পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আসতে খুব বেশি দেরি নেই ।পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একটি গানের অ্যালবাম প্রকাশ করল বিজেপি। অ্যালবামটির নাম ‘ভাগওয়া ঝান্ডা লেহরায়ে’। 


৪টি গানের এই অ্যালবাম মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে প্রকাশ করেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। সঙ্গে ছিলেন উস্তাদ রাশিদ খান-সহ বহু বিশিষ্ট।


সম্প্রতি রাশিদ খান জানিয়েছেন, ‘‘উস্তাদ গুলাম মুস্তাফা খান আমার মামা। উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ওঁর কাজে মুম্বইয়ে আসি। তখনই আমাকে বলা হয় একটি গানের সিডি উদ্বোধন করার কথা। আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। এর সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই।’’


অ্যালবামের দু’টি গান বাংলায়, বাকি দু’টি গান হিন্দিতে। গানগুলি লিখেছেন শৌভিক দাশগুপ্ত। সুর দিয়েছেন পুলক সরকার।


মুম্বইয়ে এই গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে হেমা-রাশিদ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রী ফগ্গন সিংহ কুলস্তে, বিজেপি-র সহ সভাপতি রামকমল পাঠক, গায়িকা ও অভিনেত্রী ইলা অরুণ, বলিউডের সঙ্গীতশিল্পী শান, বিগ বস ১৪ অনুষ্ঠানের প্রতিযোগী জান কুমার সানু-সহ অনেক বিশিষ্টজন।