দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী



অসাবধানতার কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন ১ সাইকেল আরোহী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ২৭ নম্বর জাতীয় সড়কের টেকাটুলি এলাকায়। ঘটনার জেরে এদিন জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সুকুমার ঘোষ নামের স্থানীয় এক ব্যাক্তি বাড়ির কাছাকাছি অসাবধানতাবশ রাস্তা পেরোতে গেলে শিলিগুড়ি দিক থেকে আসা আসামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে। 


ঘটনাস্থলে গুরুতর জখম হন ওই ব্যাক্তি। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ সূত্রে খবর, বাসটিতে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।