RBI- এ গ্রেড বি-এ কর্মী নিয়োগ, এখনি আবেদন করুন



রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI or RESERVE BANK OF INDIA) তে Group B পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৫ই ফেব্রুয়ারীর মধ‍্যে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। RBI -এ Officer Grade B এ General, DEPR, DSIM পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। 


মোট শূন‍্য পদ : ৩২২ 

পদ অনুসারে শূন‍্যপদ: 

Officer Grade B এ General: 270

DEPR: 29

DSIM: 23

আবেদন শুরুর তারিখ: ২৮শে জানুয়ারি, ২০২১

আবেদনের শেষ তারিখ: ১৫ই ফেব্রুয়ারী, ২০২১

বয়সসীমা: ০১/০১/২০২১ এর মধ‍্যে ২১ থেকে ৩০ বছরের মধ‍্যে বয়স হতে হবে। 

আবেদন ফি: জেনারেল/ ওবিসি ৮৫০টাকা 

এসসি/এসটি/পিএইচ: ১৫০ টাকা 

শিক্ষাগত যোগ‍্যতা: 

Officer Grade B এ General: সাধারনত স্নাতক, উচ্চ মাধ‍্যমিক ও মাধ‍্য্য্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এসসি, এসটি এর ক্ষেত্রে ৫০ শতাংশ। 

DEPR: Economics / Econometrics / Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics Course/ Finance এ ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে। এসসি ও এসটি এর ক্ষেত্রে ৫০%। 

DSIM: Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics এ ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে। এসসি ও এসটি এর ক্ষেত্রে ৫০%।



আবেদন করতে করুন: