পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে
পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে । সোমবারই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন বলে জানানো হয়। একদিকে করোনা মহামারি অন্যদিকে আর্থিক মন্দার মাঝেই প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘিরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে ইতালিজুড়ে। কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা ছিল। তা আরও গভীর হল এদিন। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই সরে দাঁড়াতে হল তাঁকে। আস্থা ভোটে জিতলেও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন কন্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির ‘ইটালিয়া ভিভা’ দল জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়।
জানা যাচ্ছে, মঙ্গলবারই প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রেসিডেন্টের দপ্তরের তরফে পেশ করা এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পদত্যাগ করলেও ফের মসনদে ফেরার সম্ভাবনা রয়েছে কন্তের। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তাঁকে আরও শক্তিশালী সরকার গড়ার সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট। আরও বড় কোনও জোট গঠন করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক মন্দার ধাক্কাতেই সেনেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন কন্তে। এই পরিস্থিতিতেই গত দু’সপ্তাহ ধরে ক্ষমতা দখলে রাখতে মরিয়া ছিলেন কন্তে। অবশেষে সরতে হল তাঁকে। বুধবারই কন্তের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেনেটে আরও একটি ভোট হারালে তিনি হয়তো আরও একটি সরকার গঠনের দাবি জানানোর ক্ষমতাও হারাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊