লঞ্চ হল দেশীয় পাবজি FAU-G, লিঙ্ক শেয়ার অক্ষয়ের 




ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত‍্যাকায় ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষের পর ধাপে ধাপে একাধিক অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সেই তালিকায় সংযোজন হয় বহুল জনপ্রিয় পাবজি গেম। এরপরেই মুখভার গেম প্রেমীদের মনে। এরপর, পাবজির দেশীয় গেম FAU-G এর ঘোষনা হয়। দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসে সেই গেম লঞ্চ হল। অক্ষয় কুমার 'দেশি পাবজির' লিঙ্ক শেয়ার করেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই FAU-G-র লিঙ্ক শেয়ার করে অনুরাগীদের চমকে দেন তিনি। 


FAU-G গেমের লিঙ্ক শেয়ার করে অক্ষয় আরো জানান এখন থেকে সরাসরি এই অ্যাপ ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, লঞ্চের পরপরই এই অ্যাপ ডাউনলোডের জন্য প্রায় ৫ মিলিয়ন রেজিস্ট্রেশন অনলাইনে জমা পড়েছে। পাবজির বিকল্প হিসেবে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে বলেও জানান অক্ষয়। 


বর্তমানে আতরঙ্গি রে-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। অন্যদিকে আতরঙ্গি রে-এর আগে বচ্চন পান্ডের শ্যুটিং শেষ করেন অক্ষয় কুমার। বচ্চন পান্ডেতে আক্কিকে এক্কেবারে অন্যরকম লুকে দেখা যাবে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।