প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি, জানুন বিস্তারিত 



২০১৭ সালে প্রকাশিত প্রাথমিক টেট বিজ্ঞপ্তির পরীক্ষা অবশেষে আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। রাজ‍্যের প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এদিনের এই পরীক্ষায় বসতে চলেছে। প্রাথমিক সংসদ সূত্রে খবর গোটা রাজ‍্যে ১০০০টি পরীক্ষাকেন্দ্রের ব‍্যবস্থা করা হয়েছে। করোনা বিধি মেনেই পরীক্ষা হবে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুসারে পরীক্ষা হবে পুরোপুরি কোভিড বিধি মেনে। 



নির্দেশিকায় বলা হয়েছে- 

৩১শে জানুয়ারি ২০২১ তারিখ প্রত‍্যেক প্রার্থীকে পরীক্ষা আরম্ভের এক ঘন্টা আগে অর্থাৎ দুপুর ১২টায় প্রবেশ করতে হবে। 


পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এর প্রিন্টেড কপি নিয়ে আসতে হবে। 

ব‍্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ।

প্রত‍্যেককে মাস্ক পড়ে আসতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। 


পরীক্ষা দিতে প্রত‍্যেক প্রার্থীকে কালো বল পয়েন্ট কলম নিয়ে আসতে হবে। 


মোবাইল, ক‍্যালকুলেটার বা কোনোরকম ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। যদি এরুপ কোনো যন্ত্র পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব‍্যবস্থা নেওয়া হবে। এমনকি পরীক্ষা বাতিল হতে পারে। 


প্রত‍্যেক ভেনুর ইন চার্জ ও ইনভিজিলেটরদের মোবাইল ফোন বেলা ১২টা থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত বন্ধ করে লকারে রাখতে হবে।