ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি পিতার
ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের বেতগারা নিউ কলোনী সংলগ্ন ডাংগা পাড়ার স্থানীয় বাসিন্দা উপেন রায়, পরিবারে মোট ৭ জন সদস্য নিয়ে তার সংসার । উপেন বাবুর দুই ছেলে ও এক মেয়ে আছে বলেও জানান তিনি । উপেন বাবু হ্যান্ডিক্যাপ ঠিকমত কথা বলতে পারেনা, তার উপার্জনের একমাত্র উৎস ভ্যান রিক্সা । ভ্যান রিক্সা চালিয়ে কোনরকম পরিবারকে অন্ন তুলে দেন তিনি। সংসারের দুঃখ দূর করতে দীর্ঘদিন ধরে কেরালায় কাজের সূত্রে গিয়েছিলেন তার বড়ো ছেলে গৌতম রায় । কাজ ভালোই চলছিল এবং মাসে মাসে যা অর্থ উপার্জন হতো তা দিয়েও পাঠাতেন তিনি। তার টাকা পেয়ে খানিকটা দুঃখ কমেছে পরিবারের।
কিন্তু হঠাৎ একদিন দুর্ভাগ্যক্রমে কাজ করতে করতে বিল্ডিং থেকে পড়ে যায় সে , এবং ফলে হাত-পা ভেঙে যায় তার । সেখানে চিকিৎসা করা হলেও কোনো সুরাহা হয় নি, এদিকে বাড়িতে উপেন বাবু ছেলের জন্য কাতর হয়ে পড়েন । অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে কেরালা থেকে বাড়িতে নিয়ে আসেন তার ছেলেকে । এবং বাড়িতে নিয়ে এসে বাড়ির যতোটুকু অর্থকরী ছিল সব কিছু বড় ছেলের চিকিৎসার জন্য খরচা করে ফেলেন ।
তিনি জানান, চিকিৎসার জন্য শিলিগুড়ি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় তিন লাখ টাকা খরচ করেও গৌতম রায় ভালো হয়নি। ফলে সর্বস্বান্ত হয়ে গেছেন তিনি ।
গৌতম রায় বর্তমানে মরণব্যাধি রোগে ভুগছেন এবং শরীরের বিভিন্ন অংশে ঘা হয়েছে । অপরদিকে ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন উপেন বাবু । ছেলেকে নিয়ে চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন তিনি। এই খবর পাওয়া মাত্রই আমগুড়ির স্থানীয় বাসিন্দা ও সমাজসেবী সুব্রত ভট্টাচার্য কিছু আর্থিক সহযোগিতা করছেন বলেও জানা যায়।
উপেন বাবু বলেন, "কোন সহৃদয় ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার ছেলের চিকিৎসা করাতে পারবেন। এবং তিনি খুবই উপকৃত হবেন । " এক কথায় বলা যায় তার ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊