প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বহিষ্কার করল নেপাল কমিউনিস্ট পার্টি



কয়েকদিন আগেই নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছে কার্যনির্বাহী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মাঝেই রবিবার কে পি শর্মা ওলিকে দল থেকে বহিষ্কার করল নেপাল কমিউনিস্ট পার্টির ক্ষমতাসীন গোষ্ঠী। দলীয় মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা এএনআই-কে ওলির সদস‍্যপদ খারিজের কথা জানিয়েছেন। 




এনসিপি-র বিরোধী গোষ্ঠীর নেতা মাধব কুমার নেপাল জানিয়েছেন, এনসিপি চেয়ারম্যানের পদ থেকে ওলিকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেব কারণ তিনি আর কমিউনিস্ট পার্টির সদস্য থাকার যোগ্য নন। নিজের সিদ্ধান্তের জন্য তাঁকে জবাবদিহিও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও ব্যাখ্যা পেশ করেননি।’




তবে ভুল স্বীকার করলেও মিটমাটের কোনো সম্ভাবনা নেই। তাঁর মতে, ‘কেউ যেন মনে না করেন যে, ওলির সামনে এনসিপি মাথা নত করবে। এমন কখনও হবে না কারণ আমরা মূল্যবোধ ও বিশ্বাসের ভিত্তিতে রাজনীতি করি।’