কৃষি আইন প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর মায়ের দ্বারস্থ হলেন কৃষকরা
কেন্দ্রের নয়া তিন কৃষি আইন এর বিরোধীতায় দিল্লীর সীমান্তে লাগাতার আন্দোলনে নেমেছে দেশের বেশ কিছু কৃষক সংগঠন। দীর্ঘদিন ধরে আন্দোলনে অনড় থাকা অবস্থায় একাধিকবার কেন্দ্র-কৃষকের বৈঠক হলেও মেলেনি সুরাহা। আপাতত সেই তিন আইন শীর্ষ আদালতের তরফে স্থগিত করা হলেও এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অবশেষে এবার বিক্ষুদ্ধ কৃষকরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে চিঠি পাঠালেন। কৃষি আইন নিয়ে সমস্যা সমাধানের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী কৃষকরা।
পঞ্জাবের ফিরোজপুর জেলার এক কৃষক প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে চিঠি দিয়ে তিন কৃষি আইন প্রত্যাহার করার বিষয়ে উদ্যোগী হতে বলেছেন। তিনি লিখেছেন, একমাত্র কান ধরে ছেলেকে নির্দেশ দিতে পারেন। হরপ্রীত সিংহ নামে ওই কৃষক চিঠিতে আরো লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির রাস্তায় শুয়ে আছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। ৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি আরো লেখেন, আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে।
তিনি আরও লিখেছেন, আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। সন্তানের কাছে তাঁর মা হলো ভগবান তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊