Digital ভোটার আইডি কার্ড Download করুন আজই download e-EPIC
ওয়েব ডেস্ক, ২৫ জানুয়ারিঃ এবছর নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার আইডি কার্ড লঞ্চ করলো! ভারতের নির্বাচন কমিশন ন্যাশনাল ভোটার্স ডের দিনই ই-এপিক প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে৷ ই-এপিক-এ সুরক্ষিত QR কোড থাকবে যার মধ্যে থাকবে ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর সহ একাধিক তথ্য। সামনেই অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ডিজিটাল এপিক সার্ভিস চালু হয়ে যাবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দুটি ধাপে ডিজিটাল এপিক দেওয়া হবে। প্রথম দফাটি চলবে ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
যারা ভোটার কার্ডের জন্য এই প্রথমবার আবেদন করেছেন তারা মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইল নম্বরটি।
১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের জিডিটাল ভোটার কার্ড দেওয়ার শুরু হবে। যাদের ই-এপিক নেই তাঁরা এই সময়ে আবেদন করতে পারবেন। যাঁরা ভোটার আইডি তৈরির সময়ে ইতিমধ্যেই মোবাইল নম্বর দিয়েছেন তারা ডিজিটাল কার্ড পেয়ে যাবেন। এই কার্ড দেওয়া থাকবে একটি QR code, ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর। এটি মোবাইলে সেভ করা যাবে।
কীভাবে ডাওনলোড করবেন e-EPIC
- প্রথমে- https://nvsp.in/ এই সাইটে গিয়ে রিজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে login করে নিন।
- login করবার পর download e-EPIC Option দেখাবে। সেখানে ক্লিক করলেই আপনার e-EPIC পেয়ে যাবেন।
- মনে রাখবেন পরিষেবাটি ২৫ জানুয়ারি সকাল ১১ টা ১৪ মিনিট থেকে চালু হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊