উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য Mi Scholarship 


Mi Scholarship





মাধ্যমিক পাশ করার পর পড়ুয়াদের উচ্চতর শিক্ষার দিকে উৎসাহিত ও সমর্থন করার জন্য স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদির জন্য বিখ্যাত বহুজাতিক সংস্থা Xiaomi India এর পক্ষ থেকে MI Scholarship দেওয়া হয়। এই বৃত্তির আওতায় মেয়েরা স্নাতক অধ্যয়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। ২০২০-২০২১ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 

যোগ্যতাঃ 

১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। 

২) ৭০% নম্বর সহ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় পাশ করতে হবে। 

৩) বর্তমান শিক্ষাবর্ষে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে। 



আবেদনের শেষ সময়ঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২১।


আবেদন পদ্ধতিঃ 

১) buddy4study.com সাইট খুলতে হবে। 
২) buddy4study.com এ নিজের ইমেইল আইডি (Email Id) অথবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
৩) Mi Scholarship for Class 11 and 12 Students 2020-21 এ ক্লিক করতে হবে। 
৪) প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করে 'সাবমিট' করতে হবে। 

অথবা buddy4study.com সাইটে রেজিস্ট্রেশন করে সরাসরি CLICK TO APPLY এই লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করা যাবে।