Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিশপ্ত বছর কাটিয়ে নতুন বছরের শুরুতেই জল্পেশ মন্দিরে ঢল ভক্তদের



অভিশপ্ত বছর কাটিয়ে নতুন বছরের শুরুতেই জল্পেশ মন্দিরে ঢল ভক্তদের



অভিশপ্ত বছর কাটিয়ে নতুন বছরের শুরুতেই জল্পেশ মন্দিরে ঢল ভক্তদের । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উত্তর ভূস্কাডাঙ্গার এই জল্পেশ মন্দির গোটা রাজ্যেরই প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম । উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির গোটা উত্তরবঙ্গের দ্বিতীয় এবং জলপাইগুড়ি জেলার সবথেকে বৃহত্তম শৈব তির্থ ধাম নামেও পরিচিত। 


প্রতিবছর নতুন বছরের শুরুতেই ঐতিহ্যবাহী এই জল্পেশ মন্দিরে ভক্তদের সমাগম দেখতে পাওয়ার যায় চোখে পড়ার মতো । মূলত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতা বাদ দিয়েও নেপাল, ভুটান, বাংলাদেশ এবং অন্যান্য নিকটবর্তী রাজ্য সহ বিভিন্ন জেলার মানুষেরা এখানে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে । তবে এবার খানিকটা কম ভীড় দেখতে পাওয়া গেলেও বিষে ভরা সাল পেড়িয়ে নতুন বছরের প্রথম দিনই ভক্তদের আনাগোনা দেখা গেল জল্পেশ মন্দিরের সরোবরে। 


তবে এক ঘেয়েমি কাটিয়ে অনেকেই সেলফি তুলতে ব‍্যস্ত । তাদের একাংশ জানান নতুন বছরের শুরুতেই তারা বাবার মাথায় জল ঢেলে অভিশপ্ত বছর দূর করে পৃথিবী যেন আবার নিজের ছন্দে ফেরে সেই আশায় রয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code