সুখবর, দুটি ভ্যাকসিন অনুমোদন দিল DCGI
সরকারিভাবে দুটি ভ্যাকসিনের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার-জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন - এই দুটি ভ্যাকসিনের অনুমোদন দিল ডিসিজিআই। সরকারিভাবে সাংবাদিক সম্মেলেনর মাধ্যমে এই দুই ভ্যাকসিনকেই জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
ডিসিজিআই জানিয়েছে, ‘কোভিশিল্ডের সুরক্ষা-নিশ্চয়তা ৭০ শতাংশের বেশি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যাবে।’
পুণের সিরাম ইন্সটিটিউটের সাথে গাঁটছড়া বেঁধে কোভিশিল্ড তৈরি করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাকসিন।
সিরাম ইনন্সিটিউটের আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, ''প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। ভ্যাকসিন মজুত করার যে ঝুঁকি সিরাম ইনন্সিটিউট নিয়েছিল, তার ফল মিলেছে। কোভিশিল্ড, ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদিত, নিরাপদ, কার্যকর এবং আগামী সপ্তাহগুলিতে চালুর জন্য প্রস্তুত।''
ডিসিজিআই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, 'করোনার বিরুদ্ধে উদ্দীপ্ত লড়াইকে আরও শক্তিশালী করবে এই মোড় ঘোরানো সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের ভ্যাকসিনকে ডিসিজিআই অনুমোদন দেওয়ায় কোভিড-মুক্ত, সুস্থ দেশ গড়ে তোলার রাস্তা আরও সুগম হবে। অভিনন্দন ভারত। আমাদের বিজ্ঞানী ও উদ্ভাবকদের অভিনন্দন।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊