প্রেমে ছ্যাকা খেয়ে শাঁখা পড়লেন যুবক




প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শাখা পড়লেন এক যুবক। প্রেম পর্বে প্রেমিকা প্রত্যাখ্যান করায় অভিনব নজির গড়লেন ময়নাগুড়ি ব্লকের ভাঙ্গাহাট গ্রামের তরুণ রায় নামের এক যুবক। ঘটনায় হতবাক শাখা বিক্রেতা থেকে শুরু করে পাড়াপড়শি অনেকেই।


‌‌ জানা যায় একটি মেয়ের সাথে ওই যুবকের ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি প্রত্যাখ্যান করায় আর প্রেমে না পড়ার প্রতিজ্ঞা নিলেন তিনি। অন্যান্য যুবকের মত ধর্নার পথে না হেঁটে অভিনব পন্থা গ্রহণ করলেন তিনি । তার এই কর্মে স্বভাবতই হতবাক শাখা বিক্রেতা জগদীশ রায়। 


তিনি বলেন এই প্রথম কোনো ছেলেকে শাখা পরালাম।অন্যদিকে যুবকের দাবি তার আট বছরের প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায়‌ তিনি শাঁখা পড়ে আর প্রেম না করার প্রতিজ্ঞা গ্রহণ করলেন।