Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০১৯-এর এক মামলায় জামিন নিতে তমলুক মহকুমা আদালতে দিলিপ ঘোষ



২০১৯-এর এক মামলায় জামিন নিতে তমলুক মহকুমা আদালতে দিলিপ ঘোষ

পূর্ব মেদিনীপুর ,সুজিত মণ্ডল


২০১৯ সালের ৬ই জানুয়ারি ময়না থানার পুলিশের দেওয়া একটি মামলায় আজ তমলুক মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন দিলিপ ঘোষ। তৎকালীন পুলিশের অভিযোগ যে ময়না বিডিও অফিসে সামনে বিনা অনুমতিতে বিজেপির জনসভা করেন। তার প্রধান বক্তা ছিলেন দিলীপ ঘোষ।


সরকারি আইন অমান্য করার জন্য 143,188,506 ধারায় এবং ipc 34/1 ধারায়ে পুলিশ দিলীপ ঘোষের উপর মামলা করেন। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী এর এজলাস এ এলেন তিনি জামিন নেওয়ার জন্য। 


চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫০০টাকা ব্যক্তিগত বন্ড এ জামিন দেন দিলীপ ঘোষকে।ময়না, 

২০১৯ এর একটি মামলায় তমলুক মহকুমা আদালতে জামিন পেলেন দিলীপ ঘোষ

Posted by Sangbad Ekalavya on Friday, January 8, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code