Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিস্তা নদীর গর্ভে নোংড়া আবজর্না পরিষ্কার করার উদ্যোগ নিল জলপাইগুড়ি শহরের কিছু যুবক যুবতি

তিস্তা নদীর গর্ভে নোংড়া আবজর্না পরিষ্কার করার উদ্যোগ নিল  জলপাইগুড়ি শহরের কিছু যুবক যুবতি


তিস্তা নদীর গর্ভে নোংড়া আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিল কিছু জলপাইগুড়ি শহরের কিছুযুবক যুবতি। এখন তিস্তা নদীতে চলছে পিকনিকের সিজিন। পিকনিক খেয়ে নোংড়া আবজর্না এমন কি মদ‍্যপান করে তার বোতল ফেলে চলে যায়।


বিশেষ করে বিভিন্ন খাবারের প্লাস্টিক, জলের বোতল এই নদীর গর্ভে ফেলে চলে যায়। এই গুলো কোনদিনও নষ্ট হয়না। ফলে জলের লেয়ার খারাপ হয়।

তাই এই সব কথা মনে করে শনিবার থেকে তিস্তা নদীতে পিকনিক করার পর ফেলানো আবজর্না পরিষ্কার করার উদ্যোগ নিল এই সব যুবক যুবতীরা।

তারা আজ একাধিক মদের বোতল, প্লাস্টিক কয়েকটি ব‍্যাগে তুলে পৌরসভার গাড়িতে তুলে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code