কোচবিহারে পৌঁছে গেল করোনা ভ‍্যাকসিন



করোনা সংক্রমণের জেরে বিধ্বস্ত বিশ্ব প্রহর গুনছিল ভ‍্যাকসিনের। ভ‍্যাকসিন আবিষ্কার হয়েছে। এমনকি বেশ কয়েকটি দেশে ভ‍্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ভারতেও কোভিশিল্ড ও কোভ‍্যাক্সিন দুটি কোভিড ভ‍্যাকসিনের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। এদিকে, সেই মতোই ১৬ই জানুয়ারী থেকে সারা দেশজুড়ে শুরু হচ্ছে ভ‍্যাকসিন প্রয়োগ।


এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, রাজ‍্যগুলিতে কিভাবে ভ‍্যাকসিন পৌঁছে যাবে সে নিয়েও আলোচনা হয় বলে খবর। এরপরেই সারা দেশের প্রতিটি রাজ‍্যের জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কোভিড ভ‍্যাকসিন। 



আজ সকালেই কোচবিহারে পৌঁছে গেল ভ‍্যাকসিন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে দেশের চিকিৎসক স্বাস্থ‍্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ‍্যাকসিন দেওয়া হবে। এরপর, ৫০ এর উর্ধ্বে বয়সের নাগরিকরা ভ‍্যাকসিন পাবে।