Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যুুুব দিবস উপলক্ষ রক্তদান শিবির



ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যুুুব দিবস উপলক্ষ রক্তদান শিবির 



বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের 158 তম জন্মবার্ষিকী উপলক্ষে যে যুব দিবস উৎযাপন হচ্ছে তার দ্বিতীয় দিনে, ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 


এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ZP-26 নং মন্ডলের সাধারন সম্পাদক মাননীয় শ্রী দিপেন বর্মন মহাশয় , উপস্থিত ছিলেন ZP-26 মন্ডলের সম্পাদক মাননীয় শ্রী চানক্য বর্মন মহাশয়, ZP- 26 মন্ডলের OBC মোর্চার সভাপতি মাননীয় শ্রী প্রসেনজিৎ পাল মহাশয় ও সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা কমিটির সহ সভাপতি আশরাফুল মিঞা মহাশয় ও যুব মোর্চার কার্যকর্তা গন।


করোনা আবহের  দুর্দিনের মাঝে দীন দরিদ্র, দুঃস্থ নাগরিকদের কথা ভেবে ভারতীয় জনতা যুব মোর্চার এই রক্তদান শিবির বিশিষ্ট মহলে মতে এক অনবদ্য কার্যক্রম বলে শোনা যাচ্ছে। ভারতীয় জনতা যুব মোর্চার বক্তব্যে আগামি ২৩ শে জানুয়ারি পর্যন্ত তারা  মানুষের জন্য এরকম কার্যক্রম করে যাবে এবং তারা আগামিতেও এরকম কাজ করে যাবে বলে শোনা যাচ্ছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code