Latest News

6/recent/ticker-posts

Ad Code

কংগ্রেস সভাপতি বিধায়ক মিলটন রশীদের নেতৃত্বে একাধিক দাবীতে ডেপুটেশন

কংগ্রেস সভাপতি বিধায়ক মিলটন রশীদের নেতৃত্বে একাধিক দাবীতে ডেপুটেশন 



অভীক মিত্র , বীরভূম :

গতকাল দুপুরে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি বিধায়ক মিলটন রশীদের নেতৃত্বে রামপুরহাটে কংগ্রেসের মিছিল শহর পরিক্রমা করে ও রামপুরহাট মহকুমাশাসকের মাধ্যমে বীরভূম জেলার জেলাশাসককে একটি ডেপুটেশন দেওয়া হয় । 


এদিনের মিছিলে পা মেলান বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, মৃনালকান্তি বোস, সহ সভাপতি আসিফ ইকবাল, জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ প্রফেসর  কলিমউদ্দিন সেখ, মহকুমা কংগ্রেস সভাপতি গোপালচন্দ্র দাস, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলী, জেলা ও ব্লকের মহিলা কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ।  এছাড়াও রামপুরহাট মহকুমার আটটি ব্লকের ব্লক সভাপতি ও সমস্ত অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা। 

ডেপুটেশনের দাবীগুলো হলো - 

(১) বীরভূম জেলার জাতীয় সড়ক সহ সমস্ত রাস্তা ভোটের আগেই সংস্কার করতে হবে । 

(2) পরিযায়ী শ্রমিকদের তালিকা দিতে হবে ।

(৩) কৃষক ভাতা সহ অনান্য ভাতা সকল আবেদনকারীকেই সরকারী সুবিধা পাইয়ে দিতে হবে। 

(৪) রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত বিভাগ খুলতে হবে যাতে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে রেফারের সংখ্যা কমাতে হবে। 

(৫) জেলার সমস্ত গ্রামীণ,ব্লক ও উপস্বাস্থ্যকেন্দ্র গুলির উন্নতি সাধন করে সুচিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে। 

(৬) নলহাটির দেবগ্রামে ব্রাহ্মণী নদীর কজওয়েতে পারাপারের "কর" নেওয়া বন্ধ করতে হবে‌। 

(৭) বেকার তরুণ তরুণীদের চাকরীর ব্যবস্থা করতে হবে ।

(৮) আধারকার্ড সংশোধনের ব্যবস্থা হাতের নাগালের মধ্যে করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code