নেতাজী জন্ম জয়ন্তীতে বস্ত্রাদান শিবির প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের
রঞ্জিত ঘোষ,বাঁকুড়া,২৩জানুয়ারী:
আজ নেতাজীসুভাষ চন্দ্রের ১২৫ তম জন্মজয়ন্তী।আর এই দিনটিকে একটু অন্যভাবে পালন করল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির প্রতিমা ওয়েলফেয়ার ট্রস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।করোনা আবহে যখন সারা দেশজুড়ে অনেকেই হারিয়েছিলেন তাদের রুজিরোজগার, সেই সময়েও তারা বিভিন্ন ভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। আজ বীর বিপ্লবী নেতাজীসুভাষ চন্দ্রের ১২৫ তম জন্মজয়ন্তী সেই উপলক্ষ্যে দরিদ্র প্রতিবন্ধী মানুষদের মুখে হাসি ফটোতে এগিয়ে এল তারা।
এদিন ট্রাস্টের পক্ষ থেকে এলকার প্রায় ২০০জন দুঃস্থ প্রতিবন্ধী মানুষের হাতে তুলেদিলেন শীত বস্ত্র ।পাশাপাশি তাদেরকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করেন প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি। নতুন শীত বস্ত্র পেয়ে স্বভাবতাই খুশি দুঃস্থ মানুষগুলি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊