নেতাজীর জন্মদিবস পালিত হল ইন্দাস মহাবিদ্যালয়ে
আজ সমগ্র ভারতবাসীর কাছে এক আবেগের দিন। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। দিকে দিকে আজকের দিনকে কেন্দ্র করে এক ভিন্ন উদ্দীপনা। উৎসবের আমেজে আজ সকলেই বরন করে নিয়েছে ঘরের ছেলে সুভাষ কে। ব্যতিক্রম হয়নি ইন্দাস মহাবিদ্যালয় বাংলা বিভাগও।
সকাল বেলায় সুভাষচন্দ্রের প্রতিকৃতি হাতে নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপস্থিত বিভাগীয় স্বল্প সংখ্যক ছাত্র। তারপর মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, গান কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠান টি পরিচালিত হয়।
ইন্দাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান ড. তাপস রায় জানান " নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে আজ বিভাগের ছাত্রছাত্রীরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করায় তিনি অত্যন্ত আনন্দিত, এর সাথে তিনি এও বলেন যে সারাবছর ধরেই বিভাগ নেতাজী বিষয়ক ছোটোখাটো প্রোগ্রাম বিভাগ থেকে করবেন, আজই তার সূত্রপাত হলো।" উপস্থিত প্রাক্তন ছাত্র অর্ক ভট্টাচার্য্য বলেন" অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও আন্তরিকতার সাথেই আজকের পর্ব সম্পন্ন হয়েছে। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊