Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় যুব দিবসে মানব সম্পদ উন্নয়নের লক্ষ‍্যে অভিনব উদ‍্যোগ বৈশাখী উৎসব কমিটির



জাতীয় যুব দিবসে মানব সম্পদ উন্নয়নের লক্ষ‍্যে অভিনব উদ‍্যোগ বৈশাখী উৎসব কমিটির 


স্বামী বিবেকানন্দ এর জন্মদিনে জাতীয় যুব দিবসে অলোকনগর বৈশাখী উৎসব কমিটির থেকে মানব সম্পদ উন্নয়ন লক্ষ্যে এক অভিনব কর্মসূচি গ্রহণ করা হল। একদিকে বিভিন্ন প্রকাশনা সংস্থা বিভিন্ন বই প্রকাশ করছে না।সেই সঙ্গে করোনা রেশ না কাটলেও মানুষের স্বাভাবিক ছন্দ ফিরে আসেনি।অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল হয়নি।ছাএ যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে। তাদের কাছে দেশগঠনের ভূমিকা,সমাজ রাষ্ট্রের জাগরনে তাদের দায়বদ্ধতা কথা তুলে ধরা হয়।


সরকারি চাকরির প্রস্তুতির জন্য বই তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানটি করা হয় আশ্রাফাবাদ দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।এবং সরকারী চাকরী প্রস্তুতির জন্য বিশেষজ্ঞ মানুষদের বিনামূল্যে গাইডেন্স দেবার জন্য তাদের যোগাযোগ দেওয়া হয়।যাতে গতিশীল সময়ে অনলাইনে মাধ্যমে তাদের সমস্যা সমাধানের হয়।সেই ব্যবস্থা ও করা হয়।এই কর্মকাণ্ডে এলাকার ছাত্র সমাজ ভীষণ ভাবে খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code