'বাংলা ঘরের ছেলে বলতে একজন নরেনকেই চেনে— স্বামী বিবেকানন্দ'-শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 





সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির স্যোসাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পোস্টের ক্যাপশনে লেখা ছিলো - "আর নয় পিসির মিথ্যে প্রতিশ্রুতি, KGF-এর পর্দায় মোদীজি আসছেন বাংলা বাঁচাতে..." কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্যখানে, ভিডিওটির একটি দৃশ্যে লেখা ছিলো- "ঘরের ছেলে নরেন বিজেপি coming soon"

আর এই লেখা কে উদ্ধৃত করে তোপ দাগলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে বলেন- "রের ছেলে?তাহলে এই ঘরের ছেলে আম্ফানের ক্ষতিপূরণের টাকা ও রাজ্যের বকেয়া জিএসটি আটকে রাখেন কেন?কেনই বা বারবার ভুলভাল উদ্ধৃতি দিয়ে অপমান করেন বাংলার আইকনদের?বাংলা ঘরের ছেলে বলতে একজন নরেনকেই চেনে— স্বামী বিবেকানন্দ,বাকিরা সে জায়গায় যেতে পারবেন না কখনওই,  @narendramodi জি তো নয়ই।"

আসুন দেখে নেই সেই ভিডিওটি-