বিয়ের পর চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মেয়েদের, জানুন আর নিজেকে তৈরি রাখুন
মানব জীবনের একটি গুরীত্বপূর্ণ অধ্যায় বিয়ে। তাই বিয়ের সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরী। আপনার একটি ভুল যেমন সারা জীবন বিষন্নতা নিয়ে আসতে পারে তেমনি কিছু সঠিক পদক্ষেপ আপনাকে সুখের চাঁদরে মুড়ে জীবনকে এগিয়ে যেতে পারে। তাই, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বিয়েও বিবেচিত হওয়া উচিত। বর্তমান যুগে প্রেমের সঙ্গে জড়িয়ে পড়ে তা দাম্পত্যে পরিবর্তিত হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু প্রেমিক-প্রেমিকার সম্পর্কে থাকাটা যতটা সহজ স্বামী স্ত্রীর সম্পর্কে থাকা অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং।
বিয়ের পর মেয়েদের চারটি চ্যালেঞ্জিং দিক সামলাতে হয় । আপনি কি জানেন তা কি কি? না জানলে জেনে নিয়ে নিজেকে তৈরি রাখুন। আপনার স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি গিয়ে নিজেকে কিভাবে এই চ্যালেঞ্জিং মুহুর্তগুলির সামনে চ্যালেঞ্জ করবেন।
একাকীত্ব: বিয়ের ঠিক পরেই মেয়েরা একাকিত্বে ভোগে। বাড়িতে বাবা মা ভাই বোন পরিবার পরিজন ছেড়ে এক নতুন পরিবেশে নতুন নতুন মানুষকে মানিয়ে নিতে সময় লাগে। নতুন মানুষের সাথে মানিয়ে নিতে সময় লাগে যথেষ্ট। এর মাঝখানের সময়টা একাকীত্বে ভোগে মেয়েরা। এই একাকিত্বের অনুভূতি জয় করে নতুন জীবনে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে অনেকেই একাকিত্বের অনুভূতি শেয়ার করতে পারেন না।
বাড়ির বউ হিসাবে দায়িত্ব- বিয়ের আগের ও পরের জীবনযাপন অনেক তফাত। নিজের বাবা মায়ের বাড়িতে ফাঁক ফোকড় থাকলেও ভুল ত্রুটি হলেও স্বাধীনতা উপভোগ করা যথেষ্ট সহজ। কিন্তু বিয়ের পর বউমা হিসাবে দায়িত্ব বৃদ্ধি পায় অনেকটাই। তখন কিন্তু মেয়ে ও বউমা, দুটি ভূমিকাতেই মেয়েদের দায়িত্ব পালন করতে হয়। যা একটা বড় চ্যালেঞ্জ।
স্বনির্ভর বউমা- আপনি যদি চাকুরিজীবি হন, তা হলে কাজ ও পরিবারের মধ্যে ব্যালান্স বজায় রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। বিয়ের আগে অনেক সময় বাড়ির কাজ এড়িয়ে গেলেও হয় কিন্তু বিয়ের পর নিজের সংসার, সবটা খেয়াল রাখা, ব্যক্তিগত জীবন বলেও একটা ব্যাপার থাকে। কর্মরত মহিলাদের দায়িত্ব অপেক্ষাকৃত বেশি হয়।
ব্যক্তিগত পরিসর রক্ষা- বিয়ের আগে নিজের ঘর। সেখানে ব্যক্তিগত জীবন অনেকটাই নিজের। কিন্তু বিয়ের পর সেই সুযোগ কম। এমনকী, অনেক সময় নিজের জন্য সময় বের করে নেওয়াটাও কঠিন। ব্যক্তিগত পরিসর ছোট হলে কিন্তু স্ট্রেস আসতে বাধ্য। তাই নিজের জন্য সময় বের করাটা বড় চ্যালেঞ্জ। কাজ, সংসারের পরও নিজের জন্য বাঁচার মধ্যে কোনও ভুল নেই। তবে চ্যালেঞ্জ আছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊