ফের লোকালয়ে চিতার হামলা, গুরুতর জখম ৪


ময়নাগুড়ি, ২৩ জানুয়ারি : 


ফের লোকালয়ে চিতার হানা। গুরুতর আহত হয়েছেন ৪। জানা গেছে ময়নাগুড়ির সাপ্টি বাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাগলারবাড়ি এলাকায় সকাল আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ একটি চা বাগানে এই চিতা বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। আর সেই সময় স্থানীয় ৩জন বাসিন্দাকে আঘাত করে বাঘটি চা বাগানে লুকিয়ে পরে। 


এদিকে স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত বটতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। জানা যায় ওই তিনজন আহত ব্যক্তির নাম হরি চন্দ্র রায়(৩৩), হিতেশ রায় ডাকুয়া(১৯), নোকো রায় এবং গুণেশ্বর রায়। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা সাপ্টি বাড়ি এলাকায়। 


ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় রামশাই বন বিভাগ এবং পরিবেশ প্রেমী সংগঠনকে। এদিকে জঙ্গল থেকে প্রায় অনেক দূরে থাকা সাপ্টি বাড়ি এলাকায় কিভাবে চিতা বাঘ গ্রামে ঢুকলো তা নিয়েই আতঙ্কিত এলাকাবাসী। বাঘটিকে ধরার চেষ্টা চলছে বিস্তারিত আপডেট আসছে