নেতাজির নামে বিশ্ববিদ্যালয়, আজাদ হিন্দ ফৌজের নামে স্মৃতিসৌধ ঘোষণা মুখ্যমন্ত্রীর
২৩শে জানুয়ারী আজ নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেতাজীকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। আজ সকালে টুইট করে আজকের দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছেন বলেও জানান তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন প্রকৃত নেতা, যিনি ঐক্যবদ্ধতায় বিশ্বাস করতেন। আমরা আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করছি। পশ্চিমবঙ্গ সরকার বছরভর উত্সব উদযাপনের জন্য একটি কমিটি গঠন করেছে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজারহাটে আজাদ হিন্দ ফৌজের নামে তৈরি হবে স্মৃতিসৌধ। নেতাজির নামে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়, যার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্য সরকার।“
মুখ্যমন্ত্রী জানান, এবার ২৬ জানুয়ারির কুচকাওয়াজেও স্মরণ করা হবে নেতাজিকে। পাশাপাশি তাঁর দাবি নেতাজির জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করুক কেন্দ্র। এর আগেও একাধিকবার এই দাবি তুলেছেন তিনি। এদিন ফের একবার সেই দাবিই তুললেন। পাশাপাশি, নেতাজীর জন্মদিনকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার দাবি তোলেন। যদিও কেন্দ্রের তরফে এই দিনটি 'পরাক্রম দিবস' হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে। ‘আজাদ হিন্দ বাহিনী’ মনুমেন্ট তৈরি ও নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে ভার্চুয়াল বৈঠকে নেতাজির জন্মজয়ন্তী উদ্যাপন নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নেয় রাজ্য সরকার। সেই অনুযায়ী আজ ট্যুইট করে রাজ্য় সরকারের পরিকল্পনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊