Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘরে বসেই ভোট! উন্নত প্রযুক্তিতে Remote Voting নিয়ে আসছে নির্বাচন কমিশন




উন্নত প্রযুক্তিতে Remote Voting নিয়ে আসছে নির্বাচন কমিশন




ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। কিন্তু যদি আপনি নিজের বুথে না থাকেন তবে ভোট দেবেন কি করে? তায সুরাহা হচ্ছে! এবার রিমোর্ট ভোটিং পরিষেবা আনতে চলেছে নির্বাচন কমিশন। যার মহড়া শুরু হবে কিছুদিনের মধ্যেই। দেশের যেকোনো প্রান্তে থেকেই ভোট দিতে পারবেন। 



রিমোট ভোটিং নিয়ে কাজ করছে IIT-Chennai। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে তঠস্ত নির্বাচন কমিশন। নতুন প্রযুক্তিতে রিমোট ভোটিং এর কথা জানান মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা। 




দেখা যায়, বহু মানুষ কর্মসূত্রে অন‍্যরাজ‍্যে বা শিক্ষার স্বার্থে বাইরে থাকে। ভোটের জন‍্য ছুটে আসতে হয় তাঁদের। নয়তো অনেকেই ভোট দিতেই আসেন না। সেই সমস্যা দূর করার জন্য নির্বাচন কমিশন রিমোট ভোটিং-এর বন্দোবস্ত করতে চলেছে। প্রতি বছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবসে এই নতুন প্রকল্পের কথা জানান মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা। 




পাশাপাশি, কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশে থাকা ভারতীয়দের জন্যও পোস্টাল ব্যালেটের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। কমিশনের তরফে কেন্দ্রীয় আইন মন্ত্রককে প্রস্তাব পাঠানো হয়েছে বলেই খবর। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code