উত্তপ্ত ওয়াশিংটন -জারি কার্ফু, জো বাইডেনকে জয়ী ঘোষণা মার্কিন কংগ্রেসের যৌথসভার

উত্তপ্ত ওয়াশিংটন -জারি কার্ফু, জো বাইডেনকে জয়ী ঘোষণা মার্কিন কংগ্রেসের যৌথসভার 




ওয়েব ডেস্কঃ রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টে বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।



হামল-সংঘর্ষের পর প্রাথমিকভাবে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত শহরে কারফিউ জারি করা হয়। এরপর ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। হামলা-সংঘর্ষের ঘটনায় ক্যাপিটল হিলের ভেতরেই এক নারী নিহত হন। পরে হাসপাতালে আরো তিনজন মারা যান। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


তার নতুন ঘোষণা অনুযায়ী, ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে জরুরি অবস্থা।এদিকে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেসের যৌথসভা। এর ফলে আগামি ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ নিতে আর কোনো বাধা থাকলো না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ